রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারের বদলে বাঁশ! চিঠি দিলেও কর্তৃপক্ষের সাড়া নেই

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল)
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩
অ- অ+

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারের বদলে বাঁশ দিয়ে বেরিয়ার করা হয়েছে। ফলে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ও আতঙ্কে রয়েছে যানবাহন এবং চলাচলকারী লোকজন।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ছাব্বিশা এলাকায় টি-২০ রেলক্রসিংয়ে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, তিন মাস আগে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় লোহার বেরিয়ারটি ভেঙে যায়। কিছুদিন ওই অবস্থায় পড়ে থাকে। এরপর জোড়াতালি দিয়ে বেরিয়ারটি মেরামত করা হলেও তা কাজে আসেনি। কিছুদিন লাল কাপড়ের পতাকা উড়িয়ে ট্রেন আসা-যাওয়াকালে যানবাহন ও লোকজন চলাচলে সতর্ক করা হয়।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে নিমার্ণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ের কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা, সেতুর কাজে মালামাল পরিবহনকারী গাড়ি, সেতুপূর্ব রেলস্টেশনে প্রতিদিন শতশত বাস-ট্রাক সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানসহ নানা ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে। বেরিয়ারটি পরিবর্তন না করায় যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কলেজছাত্রী সায়মা ও রত্না খাতুন জানান, আমাদের প্রতিদিন এ রাস্তা দিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। কয়েক মাস যাবৎ রেলক্রসিংয়ের লোহার বেরিয়ারটি অকেজো হয়ে রয়েছে। ট্রেন কখন আসে তা এখন বুঝতে পারি না। ট্রেন দুর্ঘটনার আতঙ্ক নিয়ে আমাদেরকে রেললাইন পারাপার হতে হয়। তাই বেরিয়ারটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

টি-২০ এর দায়িত্বরত গেটম্যান রবিউল ইসলাম জানান, কয়েক মাস আগে বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় বেরিয়ারটি ভেঙে যায়। পরে জোড়াতালি দেয়া হলেও কোনো কাজে আসেনি। এটি পরিবর্তনের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের দপ্তরে জানানো হলেও মেরামত হয়নি। তাই মানুষের নিরাপত্তার স্বার্থে বাঁশের বেরিয়ার করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর রেলসেস্টশন মাস্টার আব্দুল কাদের বলেন, ছাব্বিশার টি-২০ ট্রাফিক রেলক্রসিংয়ে লোহার বেরিয়ারটি কয়েক মাস ধরে অকেজো। এটি পরিবর্তনের জন্য বিভিন্ন দপ্তরে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। এরমেধ্য মাসখানেক আগে নিজ উদ্যোগে মেরামত করা হলেও তা আবার তার অকেজো হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, ভূঞাপুরে ছাব্বিশা এলাকায় অকেজো অবস্থায় পড়ে থাকা লোহার বেরিয়ারটির বিষয়ে অবগত ছিলাম না। এখন জানলাম, এ বিষয়টি রেলওয়ের আওতাধীন হলেও যানবাহন চলাচলে ও জনস্বার্থে সরেজমিনে দেখে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হবে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা