বাংলাদেশ ভ্যাকসিন হিরোর দেশ: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বে এখন বাংলাদেশ হলো ভ্যাকসিন হিরোর দেশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো সেবার উদ্দেশ্যে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও দক্ষ জনবল নিয়োগ করা হবে। যেসব যন্ত্রপাতি পুরাতন ও নষ্ট হয়ে গেছে তার পরিবর্তে দ্রুততম সময়ে নতুন মেশিন দেওয়া হবে। নষ্ট মেশিনগুলো ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে। এ হাসপাতালে সব শ্রেণিপেশার মানুষ আধুনিক সেবা পাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি জামায়াতের মত আগুন সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগনের মন জয় করতে চায়। তিনি আরও বলেন, ইতোমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুন ভাবে নিয়োগ দেয়া হয়েছে। আর তাই এখন আর বিদেশি গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশের সকল ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে পরিদর্শনশেষে সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এ সব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক এডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ। এ ছাড়াও হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন ডক্টর এসোসিয়েশন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ আগে সকাল ১০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুরে পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সন্তুষ্ট প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন