বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫

স্প্যানিশ লা-লিগায় শনিবার রাতের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে রিয়ালের পক্ষে একটি করে গোল করেছেন ফেড্রিকো ভালভার্দে ও মার্কো অ্যাসেনসিও।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানতালেই খেলেছে তুলনামূলক কম শক্তিশালী দল ওসাসুনা। বল দখল কিংবা আক্রমণে নিজেদের ধার দেখিয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে দীর্ঘ সময় নিজেদের গোলবার আগলেও রাখতে পেরেছিলো ওসাসুনা।

এদিন ইনজুরির কারণে দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ফুটবলার করিম বেনজেমা। তাই আক্রমণভাগের মূল দায়িত্ব ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাঁধেই। চেষ্টাও চালিয়েছেন একের পর এক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি এই উদীয়মান তারকা ফুটবলার।

ম্যাচের ১০ম মিনিটেই গোল পেতে পারতেন ২২ বছর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। কিন্তু ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরার অসাধারণ দক্ষতায় গোল থেকে বঞ্চিত হন রিয়াল মাদ্রিদের এই তারকা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের খেলায় গতি বাড়িয়ে দেয় সফররত রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। এরপরও মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। অতপর ম্যাচের ৭৮তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দলকে গোল উপহার দিয়ে ব্যবধানে ১-০ করেন ফেড্রিকো ভালভার্দে। এভাবে শেষ হতে যাচ্ছিল দেখা। তবে অতিরিক্ত মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। ম্যাচটি শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

এ জয়ের ফলে ২২ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫১ পয়েন্ট। তাদের অবস্থান দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রিয়াল সোসিয়েদাদ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :