মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর চা-দোকানির মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৩
অ- অ+

মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর শাহরিয়ার আহমেদ সৌরভ (৩০) নামে এক চা-দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতাল সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহরিয়ার আহমেদ সৌরভ মাদারীপুর পৌর শহরের ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। তার শকুনী লেকের দক্ষিণপাড়ে একটি চায়ের দোকান ছিল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার সকালে তাবলীগ জামায়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সৌরভ। এক সপ্তাহ পরে ফিরে আসার কথা। এজন্য পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেনি। সোমবার সকালে পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে শরীরে থাকা জামা-কাপড় দেখে সৌরভের লাশ শনাক্ত করেন স্বজনরা। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা