মৌলভীবাজারে ৩ দিনব্যাপী নাট্য উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৯
অ- অ+

মৌলভীবাজার দৃষ্টিপাত নাট্য সংসদের ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। ‘বুকের ভিতর হাজার সূর্য, ইস্পাত প্রত্যয় রণ তুর্য’ এই স্লোগানে অনুষ্ঠিত উৎসবের তিন দিনের প্রতিদিন একটি নাটক মঞ্চস্থ হবে।

রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই উৎসবের পর্দা উঠেছে।

উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় দৃষ্টিপাত নাট্য সংসদের নিজস্ব প্রযোজনা ‘অন্তহীন মুক্তিযুদ্ধ’। নাটকটি রচনা করেন আবুল মতিন।

এর আগে সন্ধ্যায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

নাট্য উৎসবের আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অপূর্ব কান্তি ধর।

আয়োজকেরা জানান, নাট্য উৎসবের দ্বিতীয় দিন সোমবার মমতাজ উদ্দিন আহমদের রচনায় থিয়েটার ঢাকার ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ হবে।

তৃতীয়দিন মঙ্গলবার আব্দুস সেলিমের রূপান্তরে বটতলা ঢাকার ‘রাইজ এন্ড শাইন’ মঞ্চস্থ হবে।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নাটক মঞ্চস্থ হবে।

এই ধরনের নাট্য উৎসব প্রতিবছরই আয়োজন করার প্রত্যাশা জানিয়ে নাট্য উৎসবের আহবায়ক আব্দুল মতিন বলেন, ‘নাট্য সংস্কৃতির মেলবন্ধন ও দর্শকদের মাঝে নিবিড় যোগসূত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই নাট্য উৎসবের।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা