সিলেট রেঞ্জের ডিআইজিকে মৌলভীবাজার পৌরসভার সংবর্ধনা

বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক ( ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। বিভাগের শীর্ষ এই পুলিশ কর্মকর্তার বিদায়জনিত কারণে পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চানলায় প্রধান অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বক্তারা বলেন, দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মফিজ উদ্দিন আহম্মেদ সিলেট রেঞ্জ পুলিশের আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন। তিনি তার কর্মকালে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্যদিয়ে এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার নাগরিকবৃন্দ, সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন