সিলেট রেঞ্জের ডিআইজিকে মৌলভীবাজার পৌরসভার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪
অ- অ+

বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক ( ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। বিভাগের শীর্ষ এই পুলিশ কর্মকর্তার বিদায়জনিত কারণে পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চানলায় প্রধান অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ।

বক্তারা বলেন, দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মফিজ উদ্দিন আহম্মেদ সিলেট রেঞ্জ পুলিশের আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন। তিনি তার কর্মকালে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্যদিয়ে এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার নাগরিকবৃন্দ, সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা