মোটরসাইকেলে বাসের ধাক্কা: রাস্তায় পড়ে ছিল রক্তাক্ত তিন শিক্ষার্থী, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২

রাজধানীর কাজলা ভাঙাপ্রেস এলাকায় বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইসলামি ইউনিভার্সিটিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম ওমর ফারুক পলক। দুর্ঘটনায় তার ২ সহপাঠী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে দুর্ঘটনার পর গুরুতর আহত হন তিন শিক্ষার্থী। রিয়াদ ফকির নামে একজন রিকশাচালক তিনজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রিয়াদ ফকির বলেন, যাত্রাবাড়ীর-ডেমরা রোডের ভাঙাপ্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, একটি বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে গেছে।’

আহত জুয়েল রানা জানিয়েছেন, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি’তে বিবিএ প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

আহত আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাস শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে জানিয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম বলেন, ‘বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে আমাদের টিম আছে। তবে এখনো বাসটি শনাক্ত করা যায়নি।’

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :