চিনির আমদানি শুল্ক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১১

রমজানকে সামনে রেখে বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেওয়া হয়েছে।

আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল। প্রজ্ঞাপন অনুযায়ী এসব প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া অপরিশোধিত চিনি আমদানিতে যে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিল তা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ৩০ মে পর্যন্ত এ সুবিধা বলবৎ থাকবে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় আমদানি, সরবরাহ পরিস্থিতি ও বাজারমূল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়।

ওই বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে দেশে প্রায় দুই লাখ টন চিনি কম আমদানি হয়েছে। মূলত ডলার সংকটে এলসি খুলতে না পারার কারণে এই আমদানি ঘাটতি তৈরি হয়েছে বলে টাস্কফোর্সের সভায় উঠে আসে।

এ পরিস্থিতিতে আসন্ন রমজানে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে পণ্যটির আমদানিতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য সুপারিশের প্রেক্ষিতে চিনি আমদানিতে শুল্ক তুলে নিলো এনবিআর।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :