ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাককর্মী খুন, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের চান্দনা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এসময় পালানোর সময় স্থানীয়রা ফয়সাল (২৬) নামে ওই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার তমা (১৭) নীলফামারীর সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর এলাকার তাজুল ইসলামের মেয়ে। তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা বনরুপা এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় সহকারী কাটিং পদে কাজ করতেন।
কারখানা ছুটির পর বাসায় যাওয়ার পথে মদপট্টির গলির মধ্যে ফয়সাল (২৬) নামে একজন ছিনতাইকারী ভিকটিমের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ভিকটিম তাসলিমা আক্তার গুরুতর জখম হন। স্থানীয় ও আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে অজ্ঞান অবস্থায় পুলিশের নিকট সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন পোশাককর্মী তমা। মদপট্টির গলিতে ফয়সাল নামে ওই যুবক তার পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
জিএমপি'র বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান বলেন, ছিনতাই নাকি পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাত করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।গণপিটুনিতে আহত ওই যুবককে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন