লালমনিরহাটে পাঁচ জঙ্গির যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৯:০৫

লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ জঙ্গি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান বুধবার বেলা ১১টায় এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) ধারায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, একই আইনের ৭ ধারায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ওই আইনের ৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, ৯ ধারায় সাত বছরের দণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে পাঁচ জেএমবি সদস্যের আলাদা আলাদা পাঁচটি রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তাদের এই সাজা একসঙ্গে চলবে। ২০১৮ সালের ৩০ অক্টোবর রংপুরের কালীগঞ্জের ভোটমারী মসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করছিলেন জঙ্গি সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ফায়ারিং পিন, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলি, মোবাইল, জিহাদি বই, গান পাউডার, বিস্ফোরক দ্রব্য, বেয়ারিং বল ৪০০টি, চারটি সান লাইট, জিহাদ কেন প্রয়োজন এমন বই ১৯৯টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অসংখ্য বই জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :