আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ইংল্যান্ড

মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইংল্যান্ড দল। এর আগে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল।
পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা ইংল্যান্ড সুপার লিগে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে মোট ২৩টি। এর মধ্যে জিতেছে মোট ১৫টিতে। সাতটিতে হেরেছে। আর ফলাফল আসেনি একটি ম্যাচে। ফলে তাদের সংগ্রহে রয়েছে সর্বোচ্চ ১৫৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ১৪৫ পয়েন্ট।
টেবিলের তিন নম্বরে অবস্থান আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের। ২১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে চারে অবস্থান পাকিস্তানের। আর পাঁচ নম্বরে অবস্থান করা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে বাংলাদেশ। সাতে থাকা আফগানিস্তানে ঝুঁলিতে রয়েছে ১১৫ পয়েন্ট।
আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা এই ছয়টি দলই সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সরাসরি কোয়ালিফাই করতে পারবে আর মাত্র একটি দল। কিন্তু সেই তালিকার দৌঁড়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলগুলো।
(ঢাকাটাইমস/০৪মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

আফগানদের বিপক্ষে টেস্টে নেতৃত্বে লিটন

অজি পেসার শন অ্যাবর্টের রেকর্ডগড়া সেঞ্চুরি

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

টিকে থাকার শঙ্কায় এভারটন-লিস্টার-লিডস

স্পেনে বর্ণবাদ কমবে না বলে ধারণা গার্দিওলার

গিল-মোহিত নৈপুণ্যে মুম্বাইকে বিদায় করে ফাইনালে গুজরাট

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

এবার কোচিং দায়িত্ব ছাড়ার ঘোষণা ছোটনের

টানা চতুর্থ শিরোপা জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস
