১৯৭১ এর শা‌ন্তি ক‌মি‌টির নাম ধার ক‌রে আ.লীগ শা‌ন্তি ক‌মি‌টি ক‌রে‌ছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ১৮:৩৯
অ- অ+

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। আজ আওয়ামী লীগ সে নাম ধার করে নিয়ে শান্তি কমিটি গঠন করেছে।

শনিবার বিকালে গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা শে‌ষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। আজ আওয়ামী লীগ সে নাম ধার করে নিয়ে শান্তি কমিটি গঠন করেছে। ১৯৭১ সালে রাজাকার আল বদররা শান্তি কমিটি নাম দিয়ে পাকিস্তানকে ব্যবহার করেছে। আর আজকে আওয়ামী লীগ শান্তি কমিটির নাম দিয়ে পুলিশকে ব্যবহার করছে।

এদিন বিএনপির পূর্ব নির্ধারিত স্থানে পদযাত্রা করতে দেয়নি পুলিশ।

এসময় পুলিশের উদ্দেশে আলাল বলেন, পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য আজ গাজীপুরে যে ঘটনা ঘটালো ও এগুলো মনে রাখব। রংপুর, পঞ্চগর, সিলেট চট্টগ্রাম এমন কোনো জায়গা নাই গত তিন মাস আমি সমাবেশ অংশগ্রহণ করি নাই। আপনাদের মতো অতি উৎসাহিত হয়ে কেউ এ ধরনের কাজ করে নাই। এই গাজীপুরে প্রথম দেখলাম। এই ঘটনা আমরা মনে রাখব। এবং যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদেরকে মনে রাখব।

পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা ঘরে বসে বসে বিএনপির নেতাকর্মীদের তালিকা করেন। একটা কথা মনে রাখবেন শাসন ক্ষমতা গ্রামের বৈশাখী মেলার রাধা চত্তরের মতো ঘুরতে থাকে। সেই দিকে তাকিয়ে ভবিষ্যতের চিন্তা করবেন। নিজেদেরকে রাজা ভাববেন না। এদেশের মূল রাজা হচ্ছে দেশের জনগণ।

আলাল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কেউ নিরাপদ নয়। নিরাপদ বাংলাদেশ করার জন্যই আমাদের আন্দোলন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং করব। অশান্তি সৃষ্টি করার পায়তারা যারা করছেন। তারা ভুল পথে আছেন। এই ভুল পথ সংশোধন করার সময় কিন্তু পাবেন না।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ১১ই মার্চ মহানগর ও জেলা পর্যায়ে আমাদের মানববন্ধন হবে। সে মানববন্ধনে আপনারা সবাই উপস্থিত থাকবেন।

এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও গাজীপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকাটাইমস/০৪মার্চ/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা