ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের আনতে ৮ বিশেষ ট্রেন

আগামী ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের আনতে আটটি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ থেকে আটটি রেলপথে বিশেষ এসব ট্রেন চলবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট এস.এম নাজমুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ মার্চ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত অফিসিয়ালি এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রেলপথে আটটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহিত হয়েছে।
ফলে এদিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১ ও ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট এসএম নাজমুল হক খান আরও জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে যাত্রী চলচাল নির্বিঘ্ন রাখতে বিশেষ এই আটটি ট্রেন চলাচল করবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশঅমুল আলম বলেন, ময়মনসিংহের জনসভা হবে দেশের সবচেয়ে বড় সমাবেশ। আশা করছি, প্রায় দশ লাখ লোকের সমাগম হবে এই জনসভায়। আর কারণে নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেনের জন্য আমাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তা দেওয়া হয়েছে কিনা, তা আমার জানা নেই।
(ঢাকাটাইমস/০৯মার্চ/এলএ)

মন্তব্য করুন