পুলিশ হেফাজতে নির্যাতন: সাবেক ওসি মোরশেদ ও এসআই সাধন কারাগারে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৩, ১৬:০১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় নির্যাতনের মামলায় থানার সাবেক ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

এরআগে গত বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কারাগারে প্রেরণ করা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন সোনারগাঁ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ও উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়। মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করেছে।

মামলার বাদী আনিসুর রহমান বলেন, ২০১৮ সালের ৭ অক্টোবর মধ্যরাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, তার বন্ধু মো. বাবুল ও তাকে সোনারগাঁ থানার তৎকালীন ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা