বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা, ছাত্রলীগ নেতাও গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ১৯:২৭
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে নাশকতার মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তারে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় ঘটনা ঘটে।

পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযুক্ত সাব্বির হোসেন গাজীপুর মহানগরীর ৫৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিশির সরকারকে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, নাশকতার মামলায় অভিযুক্ত থাকায় রবিবার রাতে বিএনপি নেতা শিশির সরকারকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। সময় ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির পুলিশের কাজে বাধা দেয়। সাব্বির এবং শিশির দুজনেই মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। পরে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার নাশকতার মামলায় বিএনপি নেতা শিশিরকে এবং মদ্যপ অবস্থায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিশিরকে জিএমপি আইনে (প্রসিকিউশন) আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন, সাব্বির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। বর্তমানে ওই ওয়ার্ডে নতুন কোন কমিটি ঘোষণা করা হয়নি।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা