মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ২১:২৬

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্য নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমাবার বিকালে শহরের শাহ্ ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহ মোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পরে লেইক রোড হয়ে চৌমুহনায় যাওয়ার পথে সাইফুর রহমান সড়কে ওয়েস্টার্ন প্লাজার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

এসময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের পেটুয়াবাহিনী আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে লাটিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে গত ১১ মার্চ দুপুরে শহীদ মিনারের সামনে আমাদের কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, সাবেক এমপি এম নাসের রহমানসহ দলের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা করে গুরুতর আহত করে। পুলিশ প্রশাসন এসময় নিরব ছিল। তারা কাউকে আটক করে নাই।

জেলা বিএনপির সহসভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাইম।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

এই বিভাগের সব খবর

শিরোনাম :