মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্য নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমাবার বিকালে শহরের শাহ্ ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহ মোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পরে লেইক রোড হয়ে চৌমুহনায় যাওয়ার পথে সাইফুর রহমান সড়কে ওয়েস্টার্ন প্লাজার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
পরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সেখানে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের পেটুয়াবাহিনী আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে লাটিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে গত ১১ মার্চ দুপুরে শহীদ মিনারের সামনে আমাদের কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, সাবেক এমপি এম নাসের রহমানসহ দলের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা করে গুরুতর আহত করে। পুলিশ প্রশাসন এসময় নিরব ছিল। তারা কাউকে আটক করে নাই।
জেলা বিএনপির সহসভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাইম।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মানিকগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই: এনামুল হক শামীম

শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে অনশন

এমপি হতে চান পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া

বরিশালের দুটি আসনের প্রার্থীদের সম্পদ বেশি, স্ত্রীদেরও কম নয়

আচরণবিধি লঙ্ঘনে নোটিশের জবাব দিলেন নৌকার প্রার্থী শিবলী সাদিক

নওগাঁয় চাহিদা বাড়ছে বোর্ডের আসবাবপত্রের

বিজিবি’র ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
