ঢাকার সব স্থাপনায় পয়ঃনিষ্কাশন-গ্যাস লাইন পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:৩৬ | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১৬:৩৩

ঢাকায় প্রতিটি স্থাপনা বা ভবনের নিরাপত্তা নিশ্চিতে পয়ঃনিষ্কাশন ও গ্যাসের লাইন পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য প্রতিটি ওয়ার্ডে বিশেষজ্ঞসহ সাত সদস্যের কমিটি গঠন করতে বলেছেন আদালত।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের একটি বেঞ্চ ৪ সপ্তাহের রুল জারি করেন।

রুলে ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের নিষিক্রয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। আর ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না তা জানাতে বলেছেন।

এদিকে গত ৫ মার্চ সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এবং ৭ মার্চ বিকালে পুরান ঢাকার সিদ্দিক বাজারের গুলিস্তান এলাকায় দুটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ঢাকা শহরে অবস্থিত স্থাপনার নিরাপত্তা বিষয়ে রিপোর্ট প্রকাশিত হলে জনস্বার্থে এইচআরপি রবিবার হাইকোর্টে একটি রিট করেন।

মঙ্গলবার রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেল এর আদালত ৪ সপ্তাহের রুল জারি করেন।

আদালত এক অন্তর্র্বতীকালীন আদেশে রাজউকের চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তরের প্রধান নির্বাহী পরিচালক ও ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী পরিচালককে অবিলম্বে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে প্রতিটি সিটি কর্পোরেশন ওয়ার্ডের জন্য সাত সদস্যের বিশেষজ্ঞসহ দল গঠন করে প্রতিটি স্থাপনায় পয়ঃনিষ্কাশন লাইন এবং গ্যাস লাইন পরীক্ষা করা এবং স্থাপনা সমূহে কোন ত্রুটি থাকলে সেগুলো মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আর প্রতি ৮ সপ্তাহ পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এইচআরপি পক্ষের কৌশুলী জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সাইন্স ল্যাবরেটরি ও সিদ্দিক বাজার, গুলিস্তান দুর্ঘটনার প্রধান কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহের অবহেলা। ঢাকা শহরে হাজার হাজার স্থাপনা রয়েছে এবং অধিকাংশ জায়গায় পয়ঃনিষ্কাশন ও গ্যাসের লাইন বিদ্যমান রয়েছে। সেসব পয়ঃনিষ্কাশন ও গ্যাসের লাইন তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ এ ব্যাপারে সক্রিয় নন। তাদের এ নিষ্ক্রিয়তা হাজার হাজার মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলে দিয়েছে। সুতরাং জনগণের জীবন বাঁচাতে এসব পয়ঃনিষ্কাশন ও গ্যাস লাইন দ্রুত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে।

রিট পিটিশনার হলেন এইচআরপির পক্ষে এডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী এবং এডভোকেট রিপন বাড়ৈ।

বিবাদীরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তরের প্রধান নির্বাহী পরিচালক, ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী পরিচালক ও ডিএমপি পুলিশ কমিশনারসহ মোট নয়জনকে বিবাদী করা হয়।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :