ফেনীতে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ১৯:৫৪

ফেনীতে ভারত সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে চোরাই পথে আসা অন্তত ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

মঙ্গলবার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম থেকে এসব অবৈধ কাপড় উদ্ধার করে বিজিবি। বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে মঙ্গলবার রাত ১০টার দিকে পূর্ব মধুগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯৫/৬-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৭৪৮টি শাড়ি, ৮ টি লেহেঙ্গা এবং ৪৩টি টুপি উদ্ধার করা হয়। যার আনুষ্ঠানিক মূল্য ২ কোটি ৮৭ হাজার ১৬০ টাকা।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরা কারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব কাপড় নিয়ে এসে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে থাকে। উদ্ধার হওয়া ভারতীয় কাপড়গুলো ফেনীর শুল্ক গুদামে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :