বঙ্গবন্ধু সাফারি পার্কের সেই অসুস্থ বাঘটি মারা গেছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২২:২৫ | প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ২১:২০

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাঘটি প্রায় দুই মাস অসুস্থ থাকার পর মারা গেছে। বুধবার সন্ধ্যায় পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রকল্প পরিচালক মো. ইমরান আহমেদ বলেন, সকালে বাঘটির মৃত্যু হয়। বাঘটির বয়স হয়েছিল ১৪ বছর। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি জানান, প্রায় দুই মাস ধরে গুরুতর অসুস্থ স্ত্রী বাঘটির চিকিৎসা চলছিল। সকালে বাঘটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। একপর্যায়ে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নিয়মানুযায়ী বাঘের মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে দেশের বেশ কয়েকটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরে পার্কের ভেতরে একটি নির্দিষ্ট জায়গায় মাটিচাপা দেওয়া হয়।

পরীক্ষাগার থেকে রিপোর্ট এলে বাঘটি কী কারণে মারা গেছে তা জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :