শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ১২:৫০| আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৩:৩০
অ- অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের আগমনকে সামনে রেখে জাতির জনকের সমাধি সৌধ কমপ্লেক্সের উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তারা।

উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়া ত্যাগ করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এদিকে সমাধি সৌধ কমপ্লেক্সে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটরিয়া, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ সারা জেলায় করা হয়েছে আলোকসজ্জা। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেক পোস্ট। তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সমাধি সৌধ কমপ্লেক্স।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন। এদিন শিশু সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে শিশুরা। নতুন রূপে সেজেছে গোপালগঞ্জ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তোরণ, ব্যানার ও ফেস্টুন, নিরাপত্তাসহ সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী কোমলমতি শিশুদের সঙ্গে সময় কাটাবেন এ জন্য গোপালগঞ্জের শিশুরা উৎসাহ উদ্দীপনায় তার আগমনের অপেক্ষায় আছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা