দৌলতদিয়া যৌনপল্লীর নির্মাণাধীন বাড়িতে যুবকের রক্তাক্ত মরদেহ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির মেঝেতে বালি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া য়ৌন পল্লীর মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সেঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এআর)

মন্তব্য করুন