মাগুরায় গরুচুরির অভিযোগে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ১৯:৫৪

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আশরাফুল ইষলামে নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান রবিউল ইসললাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার আহম্মেদ সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলে। তারই সূত্র ধরে সকালে গরুচুরির অভিযোগে রবিউলের সমর্থক আকির মোল্যা, নান্নু মোল্যা নেতৃত্বে এবং গোলজার আহম্মেদের সমর্থক হাববুর, নাসের মোল্যর নেতৃত্বে উভয় পক্ষের মধ্যে গ্রামের গোরস্থান এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় নিহত আরিফুল বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে তার ওপর আক্রমণ করে। আগত অবস্থায় আরিফুল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আরিফুল গ্রামে গোলজার আহম্মেদের সাথে সামাজিক দলের সদস্য ছিলেন।

নিহতের ঘটনা জানাজানি হলে রুবিউল সমর্থকদের বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :