সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আওয়ামীপন্থিদের বিজয়ী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১০:১৩ | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ১০:০৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪ পদেই আওয়ামী লীগপন্থি সাদা প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ৩৭২৫ ভোট ও সম্পাদক পদে আব্দুন নুর দুলাল ৩৭৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার রাত ১টার পর সমিতির আওয়ামী লীগ অংশের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান খান এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপিপন্থি নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ও সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩০৯ ভোট পেয়েছেন। তবে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচনকে অবৈধ অ্যাখ্যায়িত করে ভোট প্রদান থেকে বিরত ছিলেন।

সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ সমর্থক প্যানেলের মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানাকে।

উল্লেখ্য, আইনজীবীদের হাতাহাতি, ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, মিছিল, বিএনপিপন্থিদের ভোট বর্জন- এসব নানা ঘটনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুদিনব্যাপী ভোটগ্রহণ। এ দুদিনই উত্তপ্ত পরিস্থিতি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

ঢাকাটাইমস/১৭মার্চ/এফএ

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

রাষ্ট্রের মালিক জনগণ তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

রাষ্ট্রপতি নির্বাচন: রিটকারীদের আবেদন চেম্বারেও খারিজ

মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের ২ বছরের কারাদণ্ড

ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁস: কারাগারেই যেতে হলো বুয়েট অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু

সুপ্রিম কোর্ট বারের ভোটে বিএনপি-জামায়াতপন্থী ৩৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

সমিতির নির্বাচনে মুখোমুখি অবস্থানে আইনজীবীরা, যা বললেন প্রধান বিচারপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :