ময়মনসিংহে আবাসিক হোটেলে তরুণীর গলাকাটা লাশ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ২১:৪০
অ- অ+

ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউজ মালিক মো. মুসাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টায় নগরীর বড় বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মার্চ অজ্ঞাত এক তরুণ-তরুণী ভুয়া পরিচয় দিয়ে নিরালা রেস্ট হাউজে উঠে। এরপর ওই তরুণীটিকে গলাকেটে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যায় তরুণ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গেস্ট হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা এক তরুণীর লাশ পড়ে আছে। এ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাই করা হচ্ছে। (ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা