আরাভ খানের বিরুদ্ধে ইস্যু হয়েছে ইন্টারপোলের নোটিশ, জানালেন আইজিপি

ঢাকায় পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই থেকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপি বলেন, ‘দুবাই থেকে আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। আরাভ খানের দেশ থেকে পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হবে।’
এর আগে শনিবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে যা করা দরকার, তাই করা হচ্ছে।
বন্দরনগরীতে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর আইজিপি আরাভ খান ইস্যু ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’
অপর এক প্রশ্নের জবাবে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান আইজিপি। বলেন, ‘তার (মাহি) বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। মামলা তদন্তাধীন রয়েছে।’
(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সেনাবাহিনী ডেকে এনে অরাজনৈতিক সরকার পরিচালনার পথ বন্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলায় নিহতের চাচাত ভাই গ্রেপ্তার

সিলেটে আওয়ামী লীগ ও জাপার মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

স্ত্রীকে ভারতে পাচার: সাতক্ষীরায় এক ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশাল সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাইল যুবলীগ

৯৫টি দেশের ৮ হাজার সংগঠনের মধ্যে প্রথম চারশোতে ‘কৃষকের বাতিঘর’

টঙ্গীতে নবনির্বাচিত কাউন্সিলর রাসেলকে বিজয়ী সংবর্ধনা

রাতের আঁধারে চিড়িয়াখানার হরিণ জবাই করে ভাগ-বাটোয়ারা, গ্রেপ্তার ১
