দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ২০:৫৫| আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:০৩
অ- অ+

দিনাজপুরের কাহারোলে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহানুর রহমান সোহান (৩২), ফয়জার উদ্দিন (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩৮)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা