কুলাউড়ায় টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৬:৫৮

মৌলভীবাজারের কুলাউড়ায় ১০-১৫ মিনিটের এক টর্নেডো কয়েকটি ইউনিয়নে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে টিলাগাও হাজীপুর ও রাউতগাও ইউনিয়নে ক্ষতি হয়েছে বেশি। ছিল শিলা বৃষ্টি।

মঙ্গলবার দুপুরে এ টর্নেডোর ঘটনা ঘটে বলে টিলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক ঢাকা টাইমসকে জানিয়ছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া একটায় হঠাৎ শুরু হয় এই বিধ্বংসী টর্নেডো । স্থায়ী হয় মাত্র ১০-১৫ মিনিট। এসময় টিলাগাঁও রেলওয়ে স্টেশনের টিকিট ঘর, আজিজুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি শিলা বৃষ্টি থাকায় নদীতীরবর্তী এলাকার রবিশস্য এবং অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের তাণ্ডবে অনেক গাছ উপড়ে পড়েছে। এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :