উন্নয়ন সহযোগী ও এডাব নেতৃবৃন্দের গোলটেবিল বৈঠক

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৭:০৪

এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এবং উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধিদের সঙ্গে ‘উন্নয়ন ভাবনা ও করণীয়’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন, আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, তপন কুমার বিশ্বাস ও এডাব ভাইস-চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।

সভায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের অবদান, বিশ্বব্যাপী করোনা, অতিমারী, যুদ্ধ-বিগ্রহের কারণে পরিবর্তিত পরিস্থিতে উন্নয়নধারাকে অব্যাহত রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ভাবনা, দাতা সংস্থাসমূহের সহযোগিতা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়। দাতাসমূহের আগের দেয়া লোকালাইজেশন ও গ্রান্ড বার্গেইন প্রতিশ্রুতি অনুযায়ী এডাব-এর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহকে তহবিল সরবরাহের প্রক্রিয়া আরও সহজতর করে তাদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি অনুরোধ করা হয়।

তারা বলেন, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নত হওয়া, বৈশ্বিক দুর্যোগ, ভূ-রাজনীতি ইত্যাদি কারণে উন্নয়ন সহযোগীদের তহবিল সরবরাহের কৌশল পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে দাতা সংস্থাসমূহ এনজিওদেরকে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সুশাসনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন ।

গোলটেবিল বৈঠকে দাতা সংস্থার পক্ষ থেকে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএইড, এম্বেসি অব সুইজারল্যান্ড, এম্বেসি অব সুইডেন, দ্যা এশিয়া ফাউন্ডেশন, অক্সফাম ইন্টারন্যাশনাল, প্ল্যান ইন্টারন্যাশনাল, এমএসএফ, আইসিএনএল -এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :