জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২২:৫৫
অ- অ+

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সহসভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জহির ফয়সাল বলেন, ধীরে ধীরে সংগঠনটি পাঁচ বছরে পদার্পন করেছে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। দীর্ঘ ১৫ বছর ধীরে আমাদের উপর যে হামলা জুলুম হয়েছে, তাতে আমরা দমে যাইনি। আমরা ঐক্যবদ্ধভাবে জালিমদের প্রতিহত করতে চাই।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, ঢাবিসহ জাবির কমিটিও সম্মেলনের মাধ্যমে হয়েছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও নিরাপদ শিক্ষাঙ্গনের জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।

জাবি শাখার অর্থ সম্পাদক জিসান মাহমুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন- গণ অধিকারের যুগ্ম আহবায়ক জাকারিয়া পলাশ, ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তৌফিক শাহরিয়ার, শাকিল উজ্জামান, জে আবেদিন, নাজমুস সাকিব, শওকত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা