জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সহসভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জহির ফয়সাল বলেন, ধীরে ধীরে সংগঠনটি পাঁচ বছরে পদার্পন করেছে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। দীর্ঘ ১৫ বছর ধীরে আমাদের উপর যে হামলা জুলুম হয়েছে, তাতে আমরা দমে যাইনি। আমরা ঐক্যবদ্ধভাবে জালিমদের প্রতিহত করতে চাই।
সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, ঢাবিসহ জাবির কমিটিও সম্মেলনের মাধ্যমে হয়েছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও নিরাপদ শিক্ষাঙ্গনের জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।
জাবি শাখার অর্থ সম্পাদক জিসান মাহমুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন- গণ অধিকারের যুগ্ম আহবায়ক জাকারিয়া পলাশ, ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তৌফিক শাহরিয়ার, শাকিল উজ্জামান, জে আবেদিন, নাজমুস সাকিব, শওকত হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

ঢাবির আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু হল ও বঙ্গমাতা হল

রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবি প্রতিনিধিদলের লিফট কিনতে তুরস্ক যাওয়া স্থগিত

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি: ছিনতাই থামছে না, দায় কার?

ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে শিক্ষায়

এবারও প্রাথমিকে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ অব্যাহত থাকছে

ইবিতে বিবস্ত্র করে ছাত্রী নির্যাতন: আত্মপক্ষ সমর্থনে সুযোগ পেলেন অভিযুক্তরা

ঢাবিতে আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী পালিত
