পুঁজিবাজারে নতুন সময়সূচিতে চলছে লেনদেন

রমজানের কারণে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী, আজ সোমবার পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে সকাল ১০টা থেকে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। তবে রমজান মাসের পরে আগের মতোই সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে।
ডিএসইর তথ্যমতে, সোমবার সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলে শেষ হবে দুপুর একটা ২০ মিনিটে।
এরপর আরও ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে হলেও বিমা কোম্পানিগুলোর অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজানে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এফএ)

মন্তব্য করুন