সুইপার কলোনির আগুনে ফ্লাইওভারের পিলার ক্ষতিগ্রস্ত, নিচে বসবাস ঝুঁকিপূর্ণ বলছেন ফায়ার পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৩০ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১১:১৮

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কাপ্তানবাজারের পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে লাগা আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের পিলার ও নিচের কংক্রিটের একাংশ।

তিনি বলেন, ‘ফ্লাইওভারের নিচে এভাবে বসবাস ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় বসবাসকারীদের অন্যত্র সরিয়ে না নিলে এরকম ঝুঁকি বাড়তেই থাকবে।’

সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে ভোরে ওই কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ২০টি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ারের সাতটি ইউনিটের দীর্ঘসময় চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস বলছে, এ ঘটনায় তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘সুইপার কলোনিতে টিনশেড ঘরে মানুষ বসবাস করে। এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না হতো। অনেক দাহ্য পদার্থ ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করেছে আগুন যেন অন্যদিকে ছড়িয়ে না পড়ে। কারণ, পাশে আরও অনেকের বসবাস এবং কিছু আবাসিক ভবন ছিল।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষা করলেই জানা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে ফ্লাইওভারের নিচে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিতে হবে। নইলে ভবিষ্যতে এ রকম ঝুঁকি বাড়তেই থাকবে।’

ফায়ারের এই কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। এখানে দাহ্য পদার্থ ছিল, গ্যাস ও বিদ্যুতের সংযোগ রয়েছে। যেকোনো কারণেই আগুনের সূত্রপাত হতে পারে, আমরা তদন্ত করে দেখব।’

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :