কাপ্তান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

রাজধানীর পাইকারি বাজার হিসেবে পরিচিত কাপ্তান বাজারে পাইকারি পণ্য বিক্রয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণসহ, বাজারের সবকিছু তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযানকালে, খামার পর্যায়ে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি শুরুর ঘোষণায় পাইকারি বাজারে এর দামে কতটা প্রতিফলন হয় সেটা তদারকি করা হয়। সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি করা হয় এই বিশেষ অভিযানে। এছাড়া পাইকারি ও খুচরা পর্যায়ের সব পণ্যের ওপরই তদারকি চালায় সংস্থাটি।
অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা।’
(ঢাকাটাইমস/২৭মার্চ/কেআর/এফএ)

মন্তব্য করুন