কেন-সাকার গোলে ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬:৪৮ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৫:০২

ইউরো বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারায় অব্যাহত রেখেছে ইংল্যান্ড ফুটবল দল। হ্যারি কেন ও বুকায়ো সাকার করা গোলে ইউক্রেনকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। আর এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান মজবুত করেছে সাউদগেটের শিষ্যরা।

ওয়েম্বলিতে ম্যাচের ৩৭তম মিনিটে সাকার ক্রস থেকে কেন গোল করে ইংলিশদের এগিয়ে দেন। গত সপ্তাহে ওয়েইন রুনির সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গা কেন এ নিয়ে জাতীয় দলের হয়ে ৫৫টি আন্তর্জাতিক গোল করলেন। ইন-ফর্ম আর্সেনাল উইঙ্গার সাকা তিন মিনিট পর ইউক্রেনের স্বপ্ন ভেঙ্গে দিয়ে ব্যবধান দ্বিগুন করেন। জর্ডান হেন্ডারসনের পাস থেকে গোল এরিয়ার বাইরে থেকে কার্লিং শটে বল জালে জড়ান।

এই জয়ে ১৯৬১ সালে ইতালিতে খেলার পর এই প্রথমবারের মত গ্রুপ পর্বে দুই ম্যাচ পর তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে সি -গ্রপের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

ক্রিকেট বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :