একদিনের জন্য অনিল কাপুর হতে চান সাকিব, কারণ…

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:৪১
অ- অ+

প্রতি বছর ঘটা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল শুরু হলেও প্রতিবারই এতে দেখা যায় নানা অব্যবস্থা। তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির তীব্র সমালোচনা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার প্রসঙ্গ তুলে ধরেছেন টাইগার অধিনায়ক। জানিয়েছেন, সিনেমার চরিত্রের মতোই তাকে কোনো বড় দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করে দেবেন।

বলিউডের ‘নায়ক’ সিনেমায় মূল চরিত্র অনিল কাপুরকে রাজ্যের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়েছিলেন, এক দিনের জন্য তার চেয়ারে বসে সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গ তুলে সাকিব বলেছেন, ‘যদি ওরা আমাকে বিসিবির সিইও করে, তাহলে সব ঠিক করতে আমার দুই-এক মাস সময় লাগবে। আপনারা সবাই নায়ক সিনেমা নিশ্চয়ই দেখেছেন? যদি কিছু করতে চান, তাহলে এক দিনেই সেটা সম্ভব। আমি ঠিক সময়ে ক্রিকেটারদের ড্রাফট এবং নিলাম করব এবং ফাঁকা সময়ে বিপিএল আয়োজন করব। সব রকমের আধুনিক প্রযুক্তি থাকবে। উচ্চমানের সম্প্রচারের পাশাপাশি হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে।’

১০ বছর ধরে বিপিএল চলছে। এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। তবু এ প্রতিযোগিতাটি নিয়ে পেশাদারিত্বের অভাব রয়েছে। প্রতি বছরই কোনো না কোনো সমস্য দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। ফলে চুপ না থেকে গর্জে উঠেছেন বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি সাকিব। তার অভিযোগ, বিপিএলকে জনপ্রিয় করতে কোনো উদ্যোগই নেয়নি বিসিবি।

সাকিব বলেন, ‘আমি জানি না বিপিএলের মান ঠিক কী রকম। জানি না দেশের বোর্ড এটাকে সফল করতে চায় নাকি চায় না। বাংলাদেশে যে রকম সম্ভাবনা রয়েছে, তাতে এই প্রতিযোগিতা সফল না করার কোনো কারণ দেখছি না। মনে হয় মন থেকে কোনো দিন আমরা এই প্রতিযোগিতাটা নিয়ে ভেবেই দেখিনি। জানি না কোথায় সমস্যা হচ্ছে বা কীসে আটকাচ্ছে?’

সাকিব আরও বলেন, ‘যদি সদিচ্ছা থাকে, তাহলে ডিআরএস প্রযুক্তি চালু না করার কারণ দেখতে পাচ্ছি না। কেন তিন মাস আগে ড্রাফট বা নিলাম করা যাবে না? কেন দুই মাস আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পুরো দলের কথা ঘোষণা করতে পারবে না? অনেক ক্রিকেটার রয়েছে যারা দুই তিনটার বেশি ম্যাচ খেলতে পারে না। কেউ জানে না ওরা কত দিন দলের সঙ্গে থাকবে।’

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা