বৃষ্টি আইনে আইরিশদের দরকার ৮ ওভারে ১০৪

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৭:৪০| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৭:৪৪
অ- অ+

বাংলাদেশের ইনিংস শেষ হতে চার বল বাকি থাকতেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি বাগড়ায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। অবশেষে থেমেছে বৃষ্টি। আর ডিএল ম্যাথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল সফররত আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হবে খেলা।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা পল স্টার্লিং। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮১ রান আসে। যা প্রথম ছয় ওভারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর।

ফিফটির পথেই ছিলেন দুই ওপেনার। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকে যায় লিটন দাসের। ক্রেইগ ইয়াংয়ের করা বলে ব্যক্তিগত ৪৭ রানে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ তুলে দেন লিটন। মাত্র ২৩ বলে খেলা ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ফিফটি পূরণের পর ৬৪ রানে থামেন রনি। মাত্র ৩৭ বলে খেলা ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ১৪ রান করেন শান্ত।

এদিকে ৮ বলে ১৩ রান করে আউট হন তৌহিদ হৃদয়। আর ২০ রানে সাকিব ও ৪ রানে মিরাজ অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা