বগুড়ায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

বগুড়ায় নকল প্রসাধনী কারখানার সন্ধান মিলেছে। শহরের নারুলি বাজার এলাকায় কলিন্স কসমেটিকস বিভিন্ন ব্যান্ডের নামিদামি প্রসাধনী নকল করে উৎপাদনসহ বাজারজাত করে আসছিল।
সোমবার দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কলিন্স কসমেটিকসে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যলয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি বলেন, দুপুরে গোপন সংবাদে কলিন্স কসমেটিকস নামে অনুমোদনহীন একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস ও নারিকেল তেলসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়ক জব্দ করা হয়েছে। এসময় কলিন্স কসমেটিকসের মালিক আব্দুল মমিন ভুল স্বীকার করায় ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ইফতেখারুল আলম রিজভী আরও জানান, আগেও জেলা প্রশাসন এই প্রতিষ্ঠানে কয়েকবার অভিযান চালিয়েছে। এরপরও তাদের কার্যক্রম চালু রাখায় সিলগালা করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওযা হবে।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরের চারটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৬ জন

মৌলভীবাজারের ৪ আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

মাদারীপুর-৩ আসনে নির্বাচনি যুদ্ধে নামলেন কণ্ঠশিল্পী নকুল কুমার

চট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ঝাঁডু মিছিল

রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নূরে আলম সিদ্দিকী

বগুড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন খোকা, কায়সারসহ ১০ জন

চাঁদপুর-৩: জাতীয় পার্টির মহসীন খানের মনোনয়ন দাখিল
