মেট্রোরেল চড়তে সাবধান হতে হবে যেসব বিষয়ে

রাজধানীতে যানজটের ভোগান্তি দূর করতে চালু হযেছে মেট্রোরেল। তবে এই মেট্রোরেলে চলাচলে রয়েছে নানান নিয়মকানুন। আর এসব নিয়মের ব্যাত্যয় ঘটলেই গুনতে হয় জরিমানা। যেসব কারণে জরিমানা হয় এর মধ্যে রয়েছে স্টেশনে অতিরিক্ত সময় ক্ষেপণ। নির্ধারিত সময়ের বেশি পার করলেই দিতে হবে অতিরিক্ত টাকা। এছাড়াও নির্ধারিত দূরত্বের বেশি দূরত্ব অতিক্রম করলেও দিতে হবে জরিমানা।
মূলত কাউন্টার অথবা বুথের মাধ্যমে একটি টিকিট (ডিএমটিসিএল কার্ড) ক্রয়ের সঙ্গে সঙ্গে যাত্রার সময় শুরু হয়। এর পর ওই কার্ডটি জমা দিয়ে কাউন্টার ত্যাগ করার জন্য নির্ধারিত সময় এক ঘণ্টা। এই এক ঘণ্টার মধ্যে যাত্রা শেষ করে নির্ধারিত মেশিনে কার্ডটি জমা না দিতে পারলেই দিতে হবে জরিমানা।
শুক্রবার সকালে নতুন দুটি স্টেশন উদ্বোধনের সরেজমিন প্রতিবেদন তৈরি জন্য মেট্রোরেলের চড়ে ঢাকা টাইমসের এই প্রতিবেদককেও গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। সকাল ১০টা ৩২ মিনিটে নতুন চালু হওয়া শেওড়াপাড়া স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে সেখানে কিছু সময় পার করে আগারগাঁও স্টেশনে স্টেশন ত্যাগের সময় বাধে বিপত্তি। বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিট নাগাদ কার্ডটি ‘অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম (এএফসি)’ মেশিনে প্রবেশ করাতেই বাধে বিপত্তি। ঠিকঠাক গেট খুলে গেলেও কাচের ঘেরা তদারকি রুম থেকে ডাক পড়ে। বলা হয় এক ঘণ্টার অতিরিক্ত সময় পার করায় ব্যবহৃত কার্ডটি জরিমানার আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। পরে নির্ধারিত সময়ের অতিরিক্ত আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট সময় পার হওয়ায় গুনতে হয় ৬০ টাকা জরিমানা।
শুক্রবার রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলকারী মেট্রোরেলের বাকি থাকা দুটি স্টেশন যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। এরই মধ্য দিয়ে উন্মুক্ত হলো গোটা আগারগাঁও-উত্তরা রুট।
শুক্রবার সকাল থেকে বাকি থাকা দুই স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রী ওঠা নামানো শুরু হয়।
(ঢাকাটাইমস/৩১মার্চ/কেআর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি

মহানবীকে নিয়ে কটূক্তির জেরে মিরপুরে পুলিশ-জনতা সংঘর্ষ

তেজগাঁওয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

সড়কে অবস্থান প্রতিবন্ধী নাগরিক সমাজের, পুলিশের বাধা

সাবেক সেনা কর্মকর্তার চুরি হওয়ার পিস্তল চার বছর পর উদ্ধার

পুরান ঢাকাকে নিরাপদ করতে যা দরকার তাই করা হবে: শিল্পমন্ত্রী

ই-বুককে পাঠকের নিকট আকৃষ্ট ও সহজলভ্য করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে প্রতিবন্ধী নাগরিক সমাজের যাত্রায় পুলিশের বাধা
