শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৩, ১৪:৩৫| আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫:০৭
অ- অ+

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার দুপুর ১টার দিকে মাদারীপুর লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে ‘মাদারীপুর মিউজিয়াম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে একজন মহিলাকে দিয়ে জাল পুড়িয়ে ছবি তুলে প্রচারণা করা হয়েছিল যে, দেশে খাদ্য নেই, বস্ত্র নেই। এতে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক তেমনি এখনো আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শামসুজ্জামান যে কাজটি করেছে, সেই কাজটি তিনি সঠিক করেন নাই। একজনের হাতে ১০ টাকা তুলে দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার দিনে যে কথাগুলো তিনি লিখেছেন, সেটি মোটেও সঠিক করেন নাই। তিনি স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে।’

তিনি শামসুজ্জামানকে ইঙ্গিত দিয়ে আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণা করে না, তারা বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্বকে বিশ্বাস করে না। ফলে তারা যে কোনো অপকর্ম করতেই পারে। কোনো সাংবাদিকতাই ক্ষতি হবে না, যদি তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয়। সত্যকে উদঘাটন করে যারা সংবাদ পরিবেশন করে, তাদের কোনো ক্ষতি হতে পারে না।’

শাজাহান খান এসময় সম্প্রতি বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বর্তমানে বিএনপি যে আন্দোলন করছে, তা মোটামুটি ভালো। এজন্যে তাদের সাধুবাদ জানাই। কিন্তু ভয় হয় তারা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে তো দেশে খুন গুম হত্যা বেড়ে যাবে। কাজেই তাদের ক্ষমতায় বসাবে না জনগণ।’

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম। পরে শাজাহান খান মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করে তা পরিদর্শন করেন। এসময় তিনি পরিদর্শন বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা