নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ২৩:০৩
অ- অ+

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. সাফাতুন নেছাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় থেকে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোছা. সাফাতুন নেছাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। তিনি রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদক চোরাকারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে নিজের হেফাজতে রেখে রাজধানীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছেন। ১৯৯০ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। পরবর্তীতে তার গ্রেপ্তারি পরোয়ানা হলে দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন।

গ্রেপ্তারকৃত মোছা. সাফাতুন নেছা ঢাকার মোহাম্মদপুর থানার বিহারি ক্যাম্প টাউন হলের ডি ব্লকের আব্দুল মালেকের স্ত্রী।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা