মাদারীপুরের শিবচরে ৫ জেলে আটক

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৩
অ- অ+

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৬০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

বুধবার (৫ এপ্রিল) সকালে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে চরজানাজাত নৌপুলিশ।

আটককৃতরা হলেন- শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম (৩২), জাবেদ (২৮), মুন্সীগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ (৩২), বি.বাড়িয়ার ইয়াসিন (২০) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (২৫)।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে বুধবার অভিযান চালায় নৌপুলিশ। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীনের নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়।

চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন, ৫ জেলে আটকের সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা