ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:৫৩ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:৩১

ঝালকাঠির নলছিটি উপজেলায় তরিকুল ইসলাম সুমন (৪২) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার শীতলপাড়া সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সুমন উপজেলার পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নলছিটি হাসপাতাল সড়কের একটি চায়ের দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় সুমনকে দলীয় প্রতিপক্ষরা হঠাৎ এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পথচারীরা সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নলছিটি থানা পুলিশ জানায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকারীদের আটক ও হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :