প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল চুয়াডাঙ্গার ৩৭৯ জন মেধাবী শিক্ষার্থী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব ( ট্যাবলেট) পেল চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি, এমপিওভুক্ত স্কুল ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা। ২০২১ সালের গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব মাধ্যমিক স্তরের অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যাদের রোল নম্বর ১ থেকে ৩ শুধুমাত্র তারাই এ ট্যাবলেট উপহার পেয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভিক্টরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভুঁইয়ার সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, শিক্ষক সমিতির নেতা ফজলুর রহমান, চুয়াডাঙ্গা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও সমমানের মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা।

ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বিল্লাল হোসেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :