কিশোরগঞ্জের হত্যা মামলায় পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৭
অ- অ+

কিশোরগঞ্জের মিঠামইন থানার হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম মো. কাশেম মিয়া। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান চালায় র‌্যাব-১০। অভিযানে কিশোরগঞ্জের মিঠামইন থানার হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক আসামি মো. কাশেম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, কাশের এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনের হাত থেকে বাঁচানোর জন্য ১০ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার কাশেম মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ধোপাজোড়া গ্রামের মুনতাজের ছেলে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা