প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে গত ২৭ জানুয়ারি ‘সাবেক প্রতিমন্ত্রীর পিএসের বিরুদ্ধে যুব উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ’ ও গত ৯ এপ্রিল ‘যুব উন্নয়ন অধিদপ্তরের পিডির পিএইচডি নিয়ে বিতর্ক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইমপ্যাক্ট (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক এস.এম আলগীর কবীর।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, ‘প্রকাশিত প্রতিবেদন দুটি অসঙ্গতিপূর্ণ, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি সকল বিধি-বিধান ও সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের সকল অনুমতি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি।’
যথাযথ অনুন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্রের আলোকে প্রতিবেদন দুটি প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি প্রতিবেদন প্রকাশের আগে একাধিকবার এসএম আলমগীর কবীরের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো বক্তব্য দেননি।
আর গত ৯ এপ্রিল প্রকাশিত পিইচডি নিয়ে বিতর্ক বিষয়ক প্রতিবেদনের বিষয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যদিও এ প্রতিবেদন প্রকাশের আগে তিন সপ্তাহ ধরে তিনি তার পিএইচডি সংক্রান্ত কাগজপত্র পাঠানোর কথা বলেও পাঠাননি।
প্রাপ্ত তথ্য-উপাত্ত ও কাগজপত্র বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি সরকারের এক প্রতিমন্ত্রীর এপিএস ছিলেন এসএম আলমগীর কবীর। শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা একাধিকবার ওএসডিও হয়েছেন।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/আরআর/আরকেএইচ)
মন্তব্য করুন