টেকনাফে দুই হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১৮:১৮
অ- অ+

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দুই হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং আমতলী পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

আটক রেশমি আক্তার উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার মৃত ফরিদ আহমদের মেয়ে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে হোয়াইক্যং পুলিশ মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানকালে সাড়ে ১২টার দিকে গোপন সংবাদে জানতে পারে একজন নারী মাদক কারবারি ইয়াবা নিয়ে হ্নীলা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়া দিয়েছে। এমন গোপন সংবাদে ফাঁড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে রেশমি আক্তারকে আটক করা হয়। পরে মহিলা ধারা তল্লাশি করা হলে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত ২ হাজার ইয়াবা বের করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ইয়াবাগুলো তিনি কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বীকার করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রেশমির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ থানায় মাদক মামলা করা হয়েছে৷

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা