১৭৫ রানের জবাবে লড়ছে পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৮:৫৭
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ডু প্লেসি ও বিরাট কোহলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে ১৭৫ রানের জবাবে ব্যাট করছে পাঞ্জাব কিংস।

ম্যাচের শুরুতে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাঞ্জাব কিংসের দলনেতা স্যাম কুরান। ব্যাট করতে নেমে দুই ওপেনার বিরাট কোহলি ও ডু প্লেসির ব্যাটে দারুণ সূচনা পায় বেঙ্গালুরু। ১৬.১ ওভারে দুজন মিলেই তুলেছেন ১৩৭ রান। দুজনই ফিফটির দেখা পেয়েছেন।

৪৭ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৯ রানে থেমেছেন বিরাট কোহলি। এদিকে আউট হওয়ার পূর্বে ৮৪ রান করেন ডু প্লেসি। মাত্র ৫৬ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি করে চার ও ছয়ে সাজানো। এরপর আর কেউই সুবিধা করতে পারেনি। শূন্যরানে ম্যাক্সওয়েল ও ৭ রানে দিনেশ কার্তিক আউট হন। আর ৭ রানে মহীপাল লমরোর ও ৫ রানে শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা