ক্রিকেটারদের ঈদ উদযাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৪:২৮
অ- অ+

আন্তজার্তিক সূচিতে নেই ব্যস্ততা। ঈদের ছুটি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাইতো নিজ নিজ গ্রামের বাড়িতে গিয়ে পরিবার-পরিজন নিয়ে এবারের ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। তবে আইপিএল খেলতে যাওয়ায় ভারতে ঈদ পালন করছেন মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। দেশে নেই মাশরাফিও।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমেরিকায় না গিয়ে উল্টো মাগুড়াতে ঈদ পালন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলনেতা সাকিব আল হাসান। দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম অবস্থান করছেন গ্রামের বাড়ি বগুড়াতে।

কিছুদিন ধরে ছেলেকে নিয়ে বেশ অস্বস্তি থাকা টাইগার দলনেতা তামিম ইকবাল খানকে ঈদের দিনে বেশ উৎফুল্লই মনে হচ্ছে। কেননা সুস্থ হয়েছেন তার ছেলে। এদিকে ময়মনসিংহে ঈদ উদযাপন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। মুমিনুল হক অবস্থান করছেন কক্সবাজারে।

ঢাকার বাসিন্দা তাসকিন আহমেদের ঠাঁই হয়েছে এই রাজধানীতেই। বরিশালে পাড়ি জমিয়েছেন শেখ মেহেদি হাসন। এছাড়া তাইজুল নাটোরে ও সোহানের রয়েছেন খুলনায়।

এদিকে ওমরাহ করতে যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মাশরাফি বিন মর্তুজা। আর আইপিএলে যোগ দেওয়া দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান অবস্থান করছেন ভারতে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা