যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডওডেন, বিচারমন্ত্রী অ্যালেক্স চাক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৫৬

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী হয়েছেন অলিভার ডওডেন। নিপীড়নের অভিযোগে পদত্যাগ করা ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবর গার্ডিয়ানের।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারে কেবিনেট অফিস মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন অলিভার ডওডেন। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানও ছিলেন।

অলিভারের নিয়োগের একই ঘোষণায় বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যালেক্স চাক। এই পদের দায়িত্বও ছিল রাবের কাঁধে।

নিপীড়নের অভিযোগের স্বাধীন তদন্তের পর ডমিনিক রাব পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দেওয়া এক চিঠিতে রাব বলেন, তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, তবে তিনি সরকারের সমর্থনে থাকবেন।

রাবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের অধীনে থাকে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবীর ওপর নিপীড়ন চালিয়েছেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা বেশিরভাগ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ডমিনিক রাব।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :