ফের আইপিএলের ফাইনাল আহমেদাবাদে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৬:৪০
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ফাইনালও ম্যাচও অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।

চলতে আসরের আইপিএল শুরু হয় ৩১ মার্চ। অংশ নেয় মোট দশ দল। রাউন্ড রবিন লিগের ২৯ ম্যাচ শেষ হয়েছে। এখনও বাকি আছে আরো ৪১ ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোকে নিয়ে হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরপর্ব। এরপর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য, আইপিএলের ১৬তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান লখনৌ সুপার জায়ান্টসের। তিনে থাকা চেন্নাই সুপার কিংসেরও সংগ্রহ ৮ পয়েন্ট। আর ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা