কুয়াকাটায় আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:০৪
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটায় সোনার বাংলা নামে একটি আবাসিক হোটেল থেকে রিপন (২৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন সাভারের আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি একজন গার্মেন্টস কর্মী।

হোটেল সূত্রে জানা যায়, ২০ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) আবাসিক হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। এই কয়েক দিন তারা হোটেলে ছিলেন। রবিবার সকালে স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠা নারীর চিৎকারে হোটেলের কর্মচারীরা কক্ষে যান। কক্ষের মেঝেতে রিপনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

রিপনের দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী বলেন, শনিবার থেকেই রিপন তার পরিবার ও প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করেন। প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলাও করার হুমকি দেন বলে জানান রিপন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রিপনকে গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখে চিৎকার দিই। পরে আমি ফাঁস খুলে তাকে নিচে নামিয়ে আনি।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে কক্ষের মেঝে থেকে রিপন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই সময় তার স্ত্রীও কক্ষে ছিলেন। ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা